ডেঙ্গু জ্বরের লক্ষণ কারণ ও প্রতিকার, ডেঙ্গু জ্বর প্রতিরোধ।
বর্তমানে রাজধানী ঢাকা সহ সারাদেশে বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ, অতীতে যে কোন সময়ের তুলনায় বেশি। এই জ্বরে আক্রান্ত হলে একদিকে শরীর যেমন দুর্বল হয়ে পড়ে অন্যদিকে এর প্রভাব শরীরে থেকে যায় দীর্ঘদিন। তবে বিশ্রাম ও নিয়ম মেনে চললে এর থেকে পুরোপুরি মুক্তি পাওয়াও সম্ভব। ডেঙ্গু জ্বরঃ ডেঙ্গু জ্বর একটি এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মমণ্ডলীয় রোগ। এডিস মশার কামড়ের মাধ্যমে সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়। উপসর্গগুলির মাঝে রয়েছে জ্বর, মাথাব্যথা, বমি, পেশি, গাঁটে ব্যথা, ও ত্বকে র্যাশ । দুই থেকে সাত দিনের মাঝে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে। কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক আকার ধারণ করতে পারে যা ডেঙ্গু হেমোর্যাজিক জ্বর নামে পরিচিত। এর ফলে রক্তপাত, রক্ত অনুচক্রিকার কম মাত্রা এবং রক্ত প্লাজমার নিঃসরণ অথবা ডেঙ্গু শক সিন্ড্রোম-এ পর্যবসিত হয়, যেখানে রক্তচাপ বিপজ্জনকভাবে কম থাকে। ডেঙ্গু, প্রজাতি এডিস দ্বারা পরিবাহিত হয়। প্রধানত এডিস ইজিপ্টি নামক মশকী (স্ত্রী মশা) এ রোগের জন্য দায়ী। ভাইরাসটির চারটি প্রকার আছে। একটি প্রকারের সংক্রমণ স